রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা ।
রংপুর ব্যুরো
রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামল চন্দ্র মহন্ত ওরফে নয়ণ নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছেে। মৃত নয়ন বদরগজ্ঞ পৌর এলাকার বটপাড়ার নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গত শুক্রবার সকালে বদরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, কেন তাকে হত্যা করা হল প্রাথমিকভাবে তা’ জানা না গেলেও পুলিশী অনুসন্ধান চলছে।
পারিবারিক সুত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত ৯টার সময় খাওয়া-দাওয়ার প্রস্তুতিকালে পার্শ্ববর্তী কলেজপাড়ার জিন্নাত আলীর ছেলে জুলফিকার তাকে ডেকে নিয়ে যায়।
এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরদিন তার লাশ বাড়ি সংলগ্ন বি-আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পাওয়া যায়। তার মাথা দিয়ে রক্ত ঝরছিল। পাশে একটি টিউবওয়েলের হ্যাণ্ডেল পড়েছিল বলে এলাকার লোকজনের ধারণা- দুর্বৃত্তরা টিউবওয়েলের হ্যাণ্ডেল দিয়ে মাথায় আঘাত করার কারণে নয়ণের মাথা ফেটে যায় সেই কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয় বলে অনেকে ধারনা করছেন তবে কি কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা জায়নাই। এ বিষয়ে পুলিশী জোড় তদন্ত চলছে।